মহম্মদবাজার: খয়রাকুড়ি গ্রামের কাছে অবৈধ তেল সহ তেল চুরির সরঞ্জাম ও একজনকে গ্রেফতার করলো মহম্মদ বাজার থানা পুলিশ
সোমবার দিন মোহাম্মদ বাজার থানার অন্তর্গত খয়রাকুরি গ্রামের কাছে অবৈধ তেল সহ তেল চুরি সরঞ্জাম ও একজনকে গ্রেফতার করে মহম্মদবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ।