বারাসত ২: খড়িবাড়ি,শাসন সহ বিভিন্ন এলাকায় SIR সহায়তা শিবির তৃণমূলের
বাড়িতে বাড়িতে ফর্ম বিতরণ করছেন বি এল ও'রা। কিন্তু ফর্ম পূরণে ভুল হওয়ার আতঙ্কে ভুগছে সাধারণ ভোটাররা। যদি ফর্ম পূরণ করতে কোনো ভুল হয় তাহলে এস আই আর থেকে নাম বাদ চলে যাবে না তো। আবার গ্রাম বাংলার কোনো কোনো বাড়িতে স্বল্প শিক্ষিত পরিবারের সদস্য রয়েছেন। কোনো বাড়িতে আবার অক্ষরজ্ঞানহীন বয়স্ক মানুষজন রয়েছেন। সবচেয়ে বেশি চাপ আতঙ্ক তাদের ভিতর কাজ করছে। এবার এস আই আর এর জন্য ফর্ম পূরণে সেই চাপা আতঙ্কের মুশকিল আসান তৃণমূল কংগ্রেসের কর্মীদের।