ভাঙড় ২: ভাঙড়ে জনরোষের মুখে পড়ল আর বাংলা,বিজেপির দালাল মিডিয়া বলে রীতিমত তেড়ে পার করা হল সাংবাদিকদের
ভাঙ্গড়ের জয়পুরে জনরোষের মুখে পড়লো আর বাংলা অর্থাৎ রিপাবলিক বাংলার সাংবাদিকরা।আজ অর্থাৎ রবিবার বিকাল সাড়ে তিনটে নাগাদ খবর সংগ্রহ করতে এসে রীতিমতো জনসাধারণের বিক্ষোভের মুখে পড়েন তারা। বিজেপির দালাল মিডিয়া বলেও স্লোগান তোলেন বিক্ষুব্ধ জনতা। শেষে শওকত মোল্লার সিকিউরিটি স্কট করে তাদের কে সেখান থেকে নিরাপদে বের করে আনে।