ধর্মনগর: নতুন শ্রমকোড প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন প্রদান উত্তর জেলার ধর্মনগর শ্রম দপ্তর অফিস কার্যালয়ে আধিকারিকের নিকট
নতুন শ্রম কোড প্রত্যাহারের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন প্রদান উত্তর জেলার ধর্মনগর শ্রম দপ্তর অফিস কার্যালয়ে আধিকারিক রতন রায়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক চয়ন ভট্টাচার্য, জেলা কংগ্রেস নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল।