মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: গুরু নানকের জন্মদিন কে ঘিরে জিয়াগঞ্জে উৎসব ও আনন্দের মেজাজ
আজ শিখ ধর্মের ধর্মগুরু, গুরু নানকের ৫৫৬ তম জন্মবার্ষিকী। আর এই জন্মদিন কেই আনন্দ উৎসবে ভরে তুলতে জিয়াগঞ্জের শিখ ধর্ম অবলম্বী মানুষেরা তাদের গুরু দোয়ারা অর্থাৎ মন্দির থেকে সকাল সকাল প্রভাত ফেরির ও নগর কীর্তন করে এই অনুষ্ঠানের সূচনা করে থাকে। শহরের নির্দিষ্ট কিছু রাস্তায় ঝাড়ু লাগিয়ে, জল ছিটিয়ে ফুলের চাদর বিছিয়ে , নানান বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবকে পুষ্প শয্যায় সজ্জিত করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে নগর পরিক্রমার করে এই জন্মবার্ষিক