পোলবা-দাদপুর: পোলবার দিল্লি রোড সংলগ্ন একটি ফ্যান তৈরীর কারখানা থেকে চুরির অভিযোগে গ্রেফতার এক, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী
পোলবার দিল্লি রোড সংলগ্ন একটি ফ্যান তৈরীর কারখানা থেকে চুরির অভিযোগে গ্রেফতার এক। ধৃতকে জেলে হেফাজতের নির্দেশ দেন চুঁচুড়া আদাল। আজ মঙ্গলবার বৈকাল পাঁচটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় গত কাল বিকেলে পোলবার দিল্লি রোড সংলগ্ন সুগন্ধার একটি ফ্যান তৈরীর কারখানায় চুরি হয়েছে বলে গতকাল বিকালে পোলবা থানায় অভিযোগ জানায় ওই ফ্যাক্টরির মালিক সম্রাজ্ঞী ঘোষ। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত করতে থাকে পোলবা থানার পুলিশ। তদন্ত করে গতকাল রাতে,,