বড়জোড়া ব্লকের জমাদার গ্রামের আশিস পাল ট্রান্স দামোদর কোল মাইনিং এ কন্ট্রাকচুয়াল জব করতেন।হটাৎ অসুস্থ হয়ে মারা যান। ট্রান্স দামোদর কোল মাইনিং প্রজেক্টস ওয়ার্কার্স ইউনিয়নের দীর্ঘ আন্দোলনে ও বড়জোড়া বিধানসভার বিধায়ক এর সহযোগিতায় আজ তার স্ত্রী সোমা পাল কে মাইনস এ এপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হলো।