খানাকুল ১: টোটো চালকের মানবিক মুখ,টোটোর মধ্যে ফেলে যাওয়া সোনার গহনা সহ ব্যাগ পুরশুড়ার এক দম্পতিকে ফিরিয়ে দিলেন
টোটো চালকের মানবিক মুখ,সোনার গহনা সহ ব্যাগ এক দম্পতিকে ফিরিয়ে দিলেন।জানা যায়,বুধবার কোতুলপুর যাওয়ার জন্য পুরশুড়ার চিলাডাঙ্গি থেকে আরামবাগে আসেন এক দম্পতি।বাসস্ট্যান্ডে নেমে তাঁরা কালিপুর যাবার জন্য একটি টোটোতে ওঠেন।কালিপুরে নামার সময় ভুল বসত ব্যাগটি টোটো থেকে নিতে ভুলে যান তারা।খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে তারা আরামবাগ থানার দ্বারস্থ হন।এদিকে টোটো চালক ব্যাগটি পেয়ে ফিরিয়ে দিতে থানার দ্বারস্থ হন।পুলিশের সামনেই সোনার গহনা সহ ব্যাগটি দম্পতির হাতে তুলে দেন।