নলহাটি ১: নলহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের SIR ফর্ম দিতে BLO দের সঙ্গে উপস্থিত নলহাটি ১ BDO সৌরভ মেহতা
নলহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের SIR ফর্ম দিতে BLO দের সঙ্গে উপস্থিত নলহাটি ১ BDO । আজ বুধবার দুপুর ১:৩০ টা নাগাদ নলহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১৬৫ নম্বর বুথে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম দিচ্ছেন BLO রা, তাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নলহাটি ১ ব্লক BDO সৌরভ মেহতা ও নলহাটি ১ ব্লকের শ্রম দপ্তরের আধিকারিক শুভজিৎ সিনহা। এনারা আজ BLO দের সঙ্গে গেলেন নলহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১৬৫ নম্বর বুথের বাড়ি বাড়ি।