মুরারই ১: দুদিনের কয়েক ঘন্টার বৃষ্টির জেরে রাস্তার উপর এক হাঁটু জল, সমস্যার সম্মুখীন স্থানীয়দের
গত দুদিনে কয় ঘন্টার বৃষ্টির জেরে জলমগ্ন মুরারয়ের বিস্তীর্ণ এলাকা। জল বেড়েছে মুরারই এক নম্বর ব্লকের সুরবতী নদীর। আর সেই জল বাড়তেই রাজগ্রাম থেকে আমভুয়া যাওয়ার পথে এক হাঁটু জল। আর সেই জল বেয়ে যেতে হচ্ছে স্থানীয়দের। এদিন 2 নভেম্বর রবিবার সকালের দিকে এমনটাই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।