পুরুলিয়া ২: ওষুধ ভেবে কার্বলিক এসিডকে মৃত্যু ব্যক্তির, আজ হাতুয়াড়া মর্গে দেহের ময়নাতদন্ত
ওষুধ ভেবে ভুলবশত বাড়িতে থাকা কার্বলিক এসিড খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির । পুরুলিয়া শহরের দুলমি এলাকার ঘটনা । মৃত দেহটি ময়নাতদন্তের জন্য আজকে দুপুরে নিয়ে আসা হয় পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়ারা মর্গে । মৃতের নাম সান্তনু কুমার সারেঙ্গী । বাড়ি পুরুলিয়া শহরের দুলমি এলাকাতে ।