বারাবনী: আসানসোল CMPDI কার্যালয়ে লিট্টি চৌখা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটক
আসানসোল CMPDI কার্যালয়ে লিট্টি চৌখা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্থিত cmpdi কার্যালয়ে এক ভবনে আজ বিকালে কয়লা মজদুর সংগঠনের তরফে এক অনুষ্ঠান লিট্টি চৌখা অনুষ্ঠানের আয়োজন করা হলো যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তাছাড়া পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা pandebeswar বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, হিন্দ মজদুর সভা সেক্রেটারি শিব কান্ত পান্ডে, সহ অনেকে অনুষ্ঠানটি সমাপ্ত হয় সন্ধ্যা ৬:৩০টায়