কুলতলি: বাইকের ধাক্কায় গুরুতর যখম চালকসহ এক গৃহবধূ চিকিৎসাধীন জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে
কুলতলীর জালাবেড়িয়া ১ নম্বর অঞ্চলের কমলপুর এলাকায় এক বাইক চালক তিনি তার বাইক টি নিয়ে গতিতে যাচ্ছিলেন। সামনে এক গৃহবধূ পড়ায় বাইক চালক না সামলাতে পেরে তাকে ধাক্কা মারে। আর এতেই চালকসহ গৃহবধূ যখম হন। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসে জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে। সেই চিত্র আপনারা দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।