কাঁকসা: SIR এর প্রতিবাদে বুদবুদ বাজারে তৃণমূলের প্রতিবাদ সভা,উপস্থিত গলসির বিধায়ক নেপাল ঘরুই
বুদবুদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR এর চক্রান্তের প্রতিবাদে তৃণমূলের জনসভা অনুষ্ঠিত হলো বুদবুদ বাজারে।এদিন ভিবিন্ন এলাকা থেকে মিছিল করে এসে কয়েকশো কর্মী সমর্থক এই সভায় যোগদান করেন।রবিবার বিকালে শুরু হয় সভা।শেষ হয় সন্ধ্যা ৬টা নাগাদ।এদিন এই সভায় উপস্থিত ছিলেন গলসীর বিধায়ক নেপাল ঘরুই,গলসি ১নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জনার্ধন চেষ্টার্জি,বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রুদ্র প্রসাদ কুন্ডু সহ অন্যান্যরা।