মথুরাপুর ২: জুবানঘেরী রাসমেলা কমিটির উদ্যোগে আট দলের হাডুডু খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়
দক্ষিণ 24 পরগনার মথুরাপুর দু'নম্বর ব্লকের দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের জুমারঘেরী রাসমেলা কমিটির উদ্যোগে রাসমেলা উপলক্ষে ৮ দলের হাডুডু খেলার আয়োজন করা হয়। এই হাডুডু খেলা দেখতে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা শতাধিকেরও বেশি দর্শনার্থীরা। আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ শনিবার রাত আটটা নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে আর আপনার সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে ।