১০ বছরের শিশু খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত শেখ রমজান।শুক্রবার তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে আরামবাগ থানা পুলিশ।শনিবার তাকে আরামবাগ আদালতে পেশ করে।উল্লেখ্য,একদিন নিখোঁজ থাকার পর আরামবাগের মুথাডাঙ্গা এলাকায় অভিযুক্তর বাড়ির খাটের তলা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় শিশুর মৃতদেহ।দেহ উদ্ধারের কিছু সময় আগে এলাকা থেকে পালিয়ে যায় রমজান।পুলিশ খোঁজ শুরু করে তাকে গ্রেফতার করে।তদন্তের স্বার্থে এদিন রমজানকে আদালতে পেশ করে ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।