নলহাটি ২: বারা 2, ভদ্রপুর 2, শীতলগ্রাম অঞ্চলের সমস্ত বাংলার ভোটাধিকার রক্ষার্থে সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন এলাকার বিধায়ক
নলহাটি দুই নম্বর ব্লকের তৃণমূলের অঞ্চল সহায়তা কেন্দ্র SIRএর ক্যাম্প পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জী। বিজেপির ঘৃন্য চক্রান্তের প্রতিবাদে বাংলার ভোটাধিকার রক্ষার্থে এলাকার মানুষদের সুবিধার্থে জন্য এই সহায়তা কেন্দ্র গুলি খোলা হয়। বারা এক নম্বর অঞ্চল ,ভদ্রপুর ২ নম্বর অঞ্চল, শীতলগ্রাম অঞ্চলের সব ক্যাম্প গুলি পরিদর্শন করেন এলাকার বিধায়ক ডক্টর অশোক চ্যাটার্জী, ব্লকে্র দলের ফাইভ ম্যান কমিটির সদস্যরা ও যুব সহ সভাপতি আব্দুস সালাম