বাসন্তী: বাসন্তী গদখালী জেঠি-ঘাটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা বাইক নিয়ে নদীতে পড়ে যায় দুই যুবক আহত দুই যুবক,তদন্তে পুলিশ।
বাসন্তী ব্লকে গদখালী জেঠি-ঘাটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা প্রতিদিন দৈনন্দিন জীবনে কয়েক হাজার মানুষ গদখালী জেটি ঘাটে এসে নদী পারাপার করেন সুন্দরবন এলাকার সকল মানুষজন । বাসন্তী ব্লকে গদখালী খেয়া ঘাট থেকেই গন্তব্যস্থলে পৌঁছে যান সুন্দরবনের বিভিন্ন দিকে। আজ অর্থাৎ শুক্রবার বিকেল চারটে নাগাদ বাসন্তী ব্লকে গদখালী জেটিঘাটে নৌকা ধরার জন্য তারাহুরো করার ফলে বাইক নিয়ে নদীতে পরে যায় এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দুই যুবক।