ময়নাগুড়ি: ভয়ংকর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির দেবীনগর এলাকার মিঠুন মন্ডল এর বাড়িতে আসলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়
ভয়ংকর অগ্নিকাণ্ডে ময়নাগুড়ির দেবীনগর এলাকার মিঠুন মন্ডলের সম্পূর্ণ বাড়ি ভস্মীভূত হয়ে যায়। বুধবার দুপুরে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মিঠুন মন্ডল এর বাড়িতে আসলেন জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। উল্লেখ্য গতকাল রাতে শর্ট সার্কিটের জেরে ময়নাগুড়ি ১২ নং ওয়ার্ডের দেবীনগর পাড়ার মিঠুন মন্ডলের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে, এরপর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এবং আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরো তিনটি বাড়িতে।