রতুয়া ১: নদী ভাঙ্গনের সব গেছে শ্রীকান্তটোলা গ্রামের, আজও দাঁড়িয়ে বাড়ির অবশিষ্ট অংশ,চাইছে ভাঙ্গন থেকে মুক্তি
Ratua 1, Maldah | Nov 11, 2025 এবছর নদী ভাঙ্গনের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে শ্রীকান্তটোলা গ্রামের বাসিন্দারা। গ্রামের এক প্রান্তের শোয়ে শোয়ে পরিবার নিজেদের বাড়িঘর হারিয়ে ফেলেছে। বাড়ি ঘরের মেঝে অবশিষ্ট অংশটুকু এখনো দাঁড়িয়ে রয়েছে। সবকিছু হারানো অসহায় পরিবারগুলি এলাকা ছেড়ে কোন প্রান্তে ত্রিপলের নিচে দিন কাটানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু এবছর বর্ষা আসার আগে সুখা মরশুমের সঠিকভাবে কাজ করে এলাকার মানুষের ভাঙ্গানোর সমস্যা দূর করুক প্রশাসন দাবি করছে এলাকাবাসী। আর তা না হলে গ্রাম শেষ।