একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নিতে মালদায় এলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং দলের রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল। শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ তারা মালদা টাউন স্টেশনে নামেন। সেখানে তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক নেতৃত্ব। জানা গেছে সুকান্ত মজুমদার এবং দলের পর্যবেক্ষক আজ পুরাতন মালদা, বামনগোলা এবং চাচলে একাধিক কর্মসূচিতে অংশ নিবেন।