ময়ূরেশ্বর ২: সুন্দরাতে ধানের জমিতে আগুন লেগে পুড়ে ছাই জমির ধান
সোমবার দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত সুন্দরা গ্রামে ধানের জমিতে আগুন লেগে পুড়ে ছাই হলো প্রায় তিনটি জমির কাটা ধান। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে সুন্দরা গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটে । স্থানীয় চাষিরা অনুমান করছেন চাষের জমির উপর দিয়েই পার হয়েছে বৈদ্যুতিক তার, আর সেই তার থেকেই ফায়ারিং কেটে আগুনের ফুলকি পড়ে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আর যার ফলে সুন্দরা চাষের জমিতে পরপর তিনটি জমির কাটা ধানে লাগলো আগুন।