ধূপগুড়ি: হাতি ও মানুষের সংঘাত রুখতে চারোয়া লাইনে একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করল বনকর্মিরা
হাতি ও মানুষের সংঘাত রুখতে চারোয়া লাইনে মালবাজার মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনকে সাথে নিয়ে একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করল বনকর্মিরা। এদিনের এই শিবিরে চালসা ও খুনিয়া রেঞ্জের বনকর্মিরা, হাতির উপর নজরদারি করার জন্য গ্রামবাসীদের ছয়টি সার্চলাইট দেন। এছাড়াও একটি কুইক রেসপন্স টিম গঠন করে দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন চালসা রেঞ্জের এসিএফ , নিতু জর্জ থপ্পন, রেঞ্জার সৌম্ম রায়,খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে।