মথুরাপুর ২: চাপলা গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় রাস মেলার আয়োজন
মথুরাপুর ২ নম্বর ব্লকের চাপলা গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় প্রত্যেক বছরের ন্যায়। এ বছরেও রাসমেলার আয়োজন করা হয় এই রাস মেলা দেখতে বেশ জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরা তে আর আমরা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে