নলহাটি ১: নলহাটি বাজারে ব্যবসায়ীদের দোকানে ও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিলেন BLO, সঙ্গে রয়েছে BLA
নলহাটি বাজারে ব্যবসায়ীদের দোকানে ও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিলেন BLO। আজ বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ সেই চিত্রই ধরা পড়েছে ক্যামেরায় নলহাটি থানার অন্তর্গত নলহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের নলহাটি বাজারে ব্যবসায়ীদের দোকানে ও বাড়িতে গিয়ে SIR ফর্ম দিলেন এলাকার ভারপ্রাপ্ত BLO, সঙ্গে উপস্থিত ছিলেন BLA। গত ৪ নভেম্বর থেকেই রাজ্যের সঙ্গে সঙ্গে বীরভূম জেলা জুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া শুরু করেছেন BLO রা ।