তমলুক: ABTA র তমলুক মহকুমা শাখার একাদশ তম ত্রিবার্ষিক সম্মেলন আজ দেউলিয়া হীরারাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়
পূর্ব মেদিনীপুর জেলার দেউলিয়া হীরারাম উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (ABTA) র তমলুক মহকুমা শাখার একাদশ তম ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে,উপস্থিত প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী এছাড়াও উপস্থিত ছিলেন ABTAর অন্যান্য নেতৃত্ব গন।এই সম্মেলনে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একাধিক দুর্নীতি প্রসঙ্গ আলোচিত হয় এবং দ্রুততার সঙ্গে স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগের দাবি ওঠে