হলদিয়া: সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রদের নিয়ে মোমেনটাম ফুটবল টুর্নামেন্ট শুরু হল হলদিয়া উপস্থিত প্রাক্তন ফুটবলার ও সাংসদ
সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রদের নিয়ে মোমেনটাম ফুটবল টুর্নামেন্ট শুরু হলো হলদিয়া আই কেয়ার মেডিকেল কলেজ প্রাঙ্গনে। চলবে পাঁচই নভেম্বর পর্যন্ত। কুড়িটি সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সোমবার বিকাল তিনটার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি, সঞ্জয় ব্যানার্জি,প্রাক্তন সাংসদ লক্ষ্মণ চন্দ্র শেঠ সহ অন্যান্য নেতৃবৃন্দ।