বেলডাঙা ১: বেলডাঙ্গার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের অন্তিম পর্বের প্রস্তুতি চলছে জোর কদমে
মুর্শিদাবাদের বেলডাঙা শহরের শতাব্দী প্রাচীর উৎসব হল কার্তিক লড়াই। যার প্রস্তুতি ইতিমধ্যেই চলছে জোর কদমে। হাতেগোনা মাত্র আর কয়েকটা দিন না খাওয়া ভুলে মৃৎশিল্পী থেকে মন্ডপসজ্জা জোর কদমে চলছে প্রস্তুতি।