পাথরপ্রতিমা: এসআইআর জন্য বিএলও র দেওয়া ফর্ম ঠিক মতো পূরণ করে জমা দেওয়ার আগে সহায়তা শিবির করে সাহায্যের জন্য প্রচার দূর্বাচটিতে
আগামীকাল অর্থাৎ চৌঠা নভেম্বর এসআইআর এর জন্য বি এল বাড়ি বাড়ি গিয়ে একটি ফর্ম দেবেন, সেই ফর্ম ঠিক মতো পূরণ করে জমা দিতে হবে, যাতে ভুল নয় সেজন্য সহায়তা শিবির করা হবে, পাথরপ্রতিমা ব্লকের দুর্গাচটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার মানুষদের সাহায্য করার জন্য আজ অর্থাৎ ৩ নভেম্বর দুপুর থেকে মাইকিং করে প্রচার শুরু করা হয়েছে যাতে তারা সহায়তা কেন্দ্রে আসে