গলসি ২: স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গলসি থানার খানো গ্রামে এসে বিষ খেয়ে আত্মঘাতী মহিলা
স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি গলসি থানার খানো গ্রামে এসে বিষ খেয়ে আত্মঘাতী মহিলা। মেয়েদের নাম টুম্পা মালিক (৩০) তার বাড়ি রায়না থানার গোপালপুরে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে কালীপুজোর সময় তার স্বামীর সঙ্গে সে ঝগড়া করে বাপের বাড়ি গলসি থানার খানো গ্রামে চলে আসে আর বাপের বাড়িতেই গত ৩০শে অক্টোবর বৃহস্পতিবার সে বিষ পান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল দুপুরে তার মৃত্যু হয়।