মাথাভাঙা ১: মাথাভাঙ্গা নয়ারহাট এলাকায় এসআইআর এ ফর্ম বিলি নিয়ে উত্তেজনা তৃণমূল বিজেপির এবং চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ
রবিবার সকাল সাড়ে 10 টা নাগাদ মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট পঞ্চায়েতে এ স আই আর এ-র ফর্ম বিলিকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীর বাড়িতে বসে ফর্ম বিলি করছে বি এল ও বাধা দিতে গেলে বি এল ও কে বেধে রাখার হুঁশিয়ারি। তৃনমুল কংগ্রেসের পালটা অভিযোগ বি এল ও যখন এক বাড়িতে বসে ফর্মের সিরিয়াল ঠিক করছিলো সে সময় বিজেপির বি এল এ ২ এসে গালিগালাজ ও চেয়ার টেবিল ভাঙচুর করে।