আউশগ্রাম ১: আউশগ্রামের পিচকুড়ির নববিয়া মাদ্রাসায় প্রায় ৬০ জন পড়ুয়া হঠাৎ একসাথে অসুস্থ, ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়
আউশগ্রামের পিচকুড়ির নববিয়া মাদ্রাসায় ডাইরিয়ার প্রকোপ। শনিবার প্রায় ৬০ জন পড়ুয়া একসাথে অসুস্থ হয়ে পড়ে। খাবারে বিষক্রিয়া থেকেই এভাবে এতজন আবাসিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলেই অনুমান স্থানীয়দের। তড়িঘড়ি অসুস্থদের উদ্ধার করে এদিন আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জানা গিয়েছে, মাদ্রাসায় প্রায় দুশো জন আবাসিক পড়ুয়া রয়েছে। এদিন সকাল থেকেই একএক করে পড়ুয়ারা অসুস্থতা বোধ করেন।