ফরিদপুর দুর্গাপুর: লাল কেল্লার পাশে বিস্ফোরণের ঘটনার পর বাঁকুড়া জেলা থেকে আসা দু চাকা ও চারচাকা গাড়ি চেকিং করছে কোক ওভেন থানার পুলিশ
লাল কেল্লার পাশে বিস্ফোরণের ঘটনার পর তৎপর দিল্লী পুলিশের সাথে পশ্চিমবঙ্গ পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কোকওভেন থানার পুলিশ তৎপরতার সাথে বাঁকুড়া জেলা থেকে আসা দু'চাকা এবং চারচাকা গাড়ি চেকিং করছে। চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে বাঁকুড়া এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর মধ্যেও। মঙ্গলবার সকাল থেকেও দেখা গেল সেই চিত্র।