রতুয়া ১: ভোটার তালিকায় নাম নেই, তিনি মৃত, চরম আতঙ্কে ভগবানপুর এলাকার এক পরিযায়ী শ্রমিক।
Ratua 1, Maldah | Nov 10, 2025 এসআইআর আবহে ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন আলি হোসেন নামে এক পরিযায়ী শ্রমিক। বাড়িতে অন্যান্য সদস্যদের এসআইআর এর ফর্ম দিয়ে গেছে বিএলও। কিন্তু বর্তমান ভোটার তালিকায় তার নাম না থাকায় তিনি কোন ফর্ম পাননি বলে অভিযোগ। আলি হোসেনের বাড়ি রতুয়ার ভগবানপুর গ্রামে। ২০০২ সালের ভোটার তালিকায় আলি হোসেন সহ পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে।অভিযোগ, ২০১৩ সালের পর কোন এক অজ্ঞাত কারণে ভোটার তালিকা থেকে তার নামটি বাদ চলে যায়।আবেদন করেও হয়নি।