ঝাড়গ্রাম: তৃণমূলের বড় ধাক্কা ঝাড়গ্রামে!বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ তৃণমূলের যুবনেতা শম্ভু গিরির
বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবারও পালাবদলের হাওয়া। ঝাড়গ্রাম জেলায় তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের যুবনেতা শম্ভু গিরি। সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে এক অনুষ্ঠানে জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতের হাত ধরে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। জানা গেছে, বিনপুর-১ ব্লকের বৈতা ৫ নম্বর অঞ্চলের সক্রিয় যুব তৃণমূল নেতা ছিলেন শম্ভু গিরি।