মাথাভাঙা ১: ভান্ডারদহ সাবেক ছিট মহলে ভোটার আই এস আই আর ফর্ম নিচ্ছেনা তাই সেখানে গিয়ে আলোচনা করেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন
মাথাভাঙা ১ নং ব্লকের শিকার পুর গ্রাম পঞ্চায়েতের ভান্ডার দাহ সাবেক ছিট মহল তাদের এস এই আর এ ভোটার তালিকায় তাদের নাম রাখতে হবে, তাই এস আই আর ফর্ম নিচ্ছে না। তাই যাতে এলাকার মানুষ ফর্ম নেন এই বিষয়ে মঙ্গলবার বেলা দুটো নাগাদ সেখানে গিয়ে আলোচনা করেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন। জানা গেছে ভান্ডারদহ এলাকায় ১১ টি পরিবার বসবাস করে সেখানে ভোটার সংখ্যা ৩০ । ২০১৫ সালে ছিট মহল বিনিময়ের পর ২০১৬ সালে তাদের ছিট মহলে ভোটার লিস্টে নাম আসে।