মুরারই ২: জাজিগ্রাম অঞ্চলের গগনপুর গ্রামে জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী পুজো উপলক্ষে জগদ্ধাত্রী ঠাকুরের বিশেষ পুজোপাঠ চলছে
আজ ২৯ অক্টোবর বুধবার আনুমানিক সকালে দিক থেকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত জাজিগ্রাম অঞ্চলের গগনপুর গ্রামে জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী পুজো উপলক্ষে।জগদ্ধাত্রী ঠাকুরের বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে উপস্থিত আছেন গগনপুর গ্রামবাসীরা। সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।