মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: গ্রাম্য চিকিৎসকের বীরত্ব—বসতবাড়ি থেকে উদ্ধার করলেন বিষধর গহমাখরিস আনন্দ ৫ঃ৩০ নাগাদ জানা যায়
ভগবানগোলা: জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীর সেবা করে চলেছেন লালবাগ গোলাপবাগের আনারুল কাদরী—পেশায় গ্রাম্য চিকিৎসক হলেও প্রায়ই লোকের আর্তনাদ শুনে সাপ-বাঁচানো, পথকুকুরের চিকিৎসাসহ জরুরি সহায়তায় ছুটে যান তিনি। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে ভগবানগোলা থানার দীঘা অঞ্চলের একটি বসতবাড়িতে বিষধর গহমাখরিস (spectacle cobra) ঢুকে পড়ে—ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে নিজ হাতেই সেই সাপটিকে উদ্ধার করেন আনারুল। তিনি জানান, “অনেকবার প্রাণ বিপন্ন করে এ ধরণের কাজ করেছি; অভিজ্