ধূপগুড়ি: আবারো ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের, ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার কালীর হাট সংলগ্ন বিনা পানি এলাকায়
আবারো ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার কালীর হাট সংলগ্ন বিনা পানি এলাকায়।কে জানত এটাই তার রেশন সামগ্রিক আনার শেষ দিন। জানা গেছে রবিবার সকাল 9 টায় রেশন সামগ্রী নিয়ে বাড়ি আসার পথে টোটো টাটা এসি এবং সাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে ঘটনায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি বৃদ্ধ কে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বৃদ্ধের নাম দ্বিজেন্দ্রনাথ রায়