করিমগঞ্জ: জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে বদরপুর সার্কেল অফিসারকে স্মরাকপত্র প্রদান করলেন নাগরিক সমাজ
জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে বদরপুর সার্কেল অফিসারকে স্মরাকপত্র প্রদান করলেন নাগরিক সমাজ। জাতীয় সড়কের বেহালদশা,অবৈধ পার্কিং, রাস্তার কাজের দুর্নীতির অভিযোগ নিয়ে বুধবার বদরপুরের সার্কেল অফিসারকে স্মরাকপত্র প্রদান করলেন নাগরিক সমাজ এবং দ্রুত সংস্কারের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন বদরপুর প্রেসক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ সাহিল জেলা যুব যুব কংগ্রেসের সভাপতি নিজাম উদ্দিন সহ অন্যান্যরা।