কোচবিহার শহরের 18 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা বেহাল হয়ে পড়েছিল, স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল যাতে রাস্তাটি সংস্কার করা হয়। অবশেষে শনিবার সকালে রাস্তাটির কাজের সূচনা করলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দ া সেনগুপ্ত। রাস্তাটি পেভার্স ব্লকের হবে। রাস্তার কাজের সূচনা হয় খুশির স্থানীয় বাসিন্দারা।