বিনপুর ১: লালগড় রেঞ্জের রাস্তায় ছুটছে বুনো হাতি, হাতির সামনে ও পিছনে মানুষের ঢল
রাস্তায় ছুটছে বুনো হাতি, হাতির সামনে ও পিছনে মানুষের ঢল। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত লালগড় রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়াল একটি পূর্ণবয়স্ক দলছুট বুনো হাতি। হাতির কান্ডকারখানা দেখতে রাস্তায় মানুষের ভিড় হয়। বিকেল নাগাদ হাতিটি জঙ্গলে ঢুকে যায়। দুলকি চালে আপন মনে রাস্তায় দাপিয়ে বেড়ালেও কখনও কোনো মানুষকে আক্রমণ করেনি হাতিটি। এদিন ওই হাতিটিকে দেখতে শয়ে শয়ে লোক জড়ো হয় রাস্তায়।