মাথাভাঙা ১: মাথাভাঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত
দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন জন বাইক আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হয় ।ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে 7 টা নাগাদ মাথাভাঙা হাজরা হাট গ্রাম পঞ্চায়েতের রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন এক বাইক আরোহী দুই যাত্রী নিয়ে পখি হাগা এলাকায় যাচ্ছিল সেই সময় অন্য এক বাইক আরোহী রেল স্টেশন থেকে মাথাভাঙা দিকে আসছিলেন। সেই সময় দুটি বাইকের সংঘর্ষ হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা পুলিশ ।