রানিগঞ্জ: আসানসোেল পৌর নিগমের ৩৩ নং ওয়ার্ডে রানিসায়ের মোড়ে সমাজসংস্কারক, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠান
রানীগঞ্জ বিধানসভায় আসানসোেল পৌর নিগমের ৩৩ নং ওয়ার্ডে রানিসায়ের মোড়ে সমাজসংস্কারক, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠান শনিবার বিকেল পাঁচটায়।উপস্থিত ছিলেন রানীগঞ্জের এম এল এ তাপস ব্যানার্জি আসানসোল এসডিও বিশ্বজিৎ ব্যানার্জি।বিরসা মুন্ডা জন্মদিনের উপলক্ষে আদিবাসী মেলা এই মেলা তিন দিন চলবে বেশ কয়েকটি খেলাধুলা অনুষ্ঠিত হবে। ক্রিয়েট, টেবিল টেনিস ,লেবু দৌড় ও কাবাডি। এই খেলাধুলা কে বাঁচিয়ে রেখেছে, আদিবাসী সম্প্রদায়।