ধর্মনগর পঞ্চবটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল জেলাস্তরের মিডিয়া সেনসিটাইজেশন ওয়ার্কশপ। জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর বিভিন্ন কর্মসূচি ও পরিষেবা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের আরও সংবেদনশীল ও অবগত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার, ডা. অরিন্দম দাস, ডা. অলক কুমার ধরসহ বিভিন্ন স্বাস্থ্য কর্মী এবং জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।