সাঁকরাইল: বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনুমারেসন ফর্ম সাঁকরাইল পাঁচপাড়া এলাকায়
বিএলও বাড়ি বাড়ি না গিয়ে স্কুল থেকে বিলি করছেন এনুমারেসন ফর্ম। সঙ্গে আছে রাজনৈতিক দলের বিএলএ রা। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা সাঁকরাইল এর পাঁচপাড়ায় হাজী আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ে। দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের ৯৪ , ৯৫ এবং ৯৬ বুথের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজি আকবর আলী প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক শিক্ষিকা। ওই স্কুলে ১৮২ জন ছাত্রছাত্রী রয়েছে।