বামনগোলা: বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তীএলাকার সনঘাট গ্রামে ফের একবার দলবদলের হাওয়া
বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তীএলাকার সনঘাট গ্রামে ফের একবার দলবদলের হাওয়া। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় ২৫টি পরিবার। সোমবার বিকেলে 4টে নাগাদ তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে এই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবেএদিন শাসক দলে যোগ দেন। রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সীমান্ত অঞ্চল জুড়ে ঘটনাটি ঘিরে ব্যাপকরাজনৈতীক চর্চা শুরু হয়েছে।সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কেন্দ্রী