ধূপগুড়ি: রিয়াবাড়ি চাবাগানে ক্রেশ হাউজে তালা ঝুলিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা
একটি গোষ্ঠীর দশজন নয়, বরং বিভিন্ন গোষ্ঠী থেকে একজন করে মহিলাকে রোটেশনের ভিত্তিতে নিয়োগ করার দাবিতে মঙ্গলবার রিয়াবাড়ি চাবাগানের ক্রেশ হাউজে তালা ঝুলিয়ে মঙ্গলবার বানারহাটের বিডিওকে ডেপুটেশন দিল বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।এরফলে ডুয়ার্সের চা বাগানগুলিতে কর্মরত মহিলাদের শিশুদের দেখভালের জন্য রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত ক্রেশ হাউসগুলি উদ্বোধনের পরেই নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। বিডিও অবশ্য দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে।