খড়গপুর ১: খড়্গপুরের বসন্তপুরে কন্টেনারের সাথে বড় লরির মুখোমুখি সংঘর্ষ জাতীয় সড়কে! বড় দুর্ঘটনা
খড়গপুর গ্রামীণের বসন্তপুর এলাকায় ১৬ নাম্বার জাতীয় সড়কের ওপর কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ বড় একটি লরির। ঘটনায় আহত তিন। পরিস্থিতি সামাল দিতে ছুটে গেল খড়গপুর গ্রামীণ থানার পুলিশ।