রতুয়া ১: বাড়ি বাড়ি পৌঁছে বারঘরিয়া এলাকায় ফ্রম পৌঁছে দিল BLO, সঙ্গে গেল পঞ্চায়েত সদস্য তৃণমূলের নেতৃত্ব
Ratua 1, Maldah | Nov 10, 2025 নির্বাচন কমিশনের নির্দেশমতো বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এস আই আর নিয়ে ফ্রম পৌঁছে দেওয়ার কাজ। রতুয়ার বারঘরিয়া এলাকার মানুষের কাছে ফরম পৌঁছে দিতে তৎপর ভূমিকায় লক্ষ্য করা গেল BLO অমিত দাস কে। কোন বৈধ ভোটার যাতে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রেখে বি এন ওর সাথে এলাকায় ঘুরলো পঞ্চায়েত সদস্য স্বামীনা বিবি ও এলাকার তৃণমূলের নেতৃত্বরা। সকল ভোটার যাতে সুষ্ঠুভাবে এই ফর্ম পূরণ করে জমা করতে পারে যাবতীয় বিষয় বোঝানো বিএলও।